২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিববর্ষ উপলক্ষে ক্ষণগণনা যন্ত্র উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় শহরের ভানুগাছ সড়কে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সিলেট বিভাগীয় উপমহাপরিদর্শকের শ্রীমঙ্গল কার্যালয়ে মুজিববর্ষের ক্ষণগণনার যন্ত্র উদ্ধোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরীন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রীমঙ্গল উপজেলাকে মুজিববর্ষে শিশু শ্রমমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তিনি আরও বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলের সৌন্দর্য রক্ষার্থে শহর থেকে ব্যানার- ফেস্টুন অপসারনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ময়লা-আবর্জনা অপসারনে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান কার্যালয়ের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সভাপতিত্বে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরল ইসলাম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালে এলাহী কুটি প্রমুখ।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D