মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে জেলা মৎস্যজীবী লীগের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে জেলা মৎস্যজীবী লীগের প্রস্তুতি সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ কার্য-নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এম. এন. নবীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মৃদুল কান্তিদাসের সঞ্চালনায়, নগরীর অভিজাত হোটেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষপূর্তি মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা সোমবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ মুজিবর্ষ উদযাপনে প্রস্তুতি বিষয়ে সুচিন্তিত মতামত পেশ করেন ও বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চৌধুরী আমনু, জেলা সাংগঠনিক সম্পাদক রবি শংকর দাস, জেলা সদস্য আরশ আলী, সিরাজ উদ্দিন, আজির উদ্দিন মাহী, ওসমানী নগর উপজেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম, মহানগর যুগ্ম আহ্বায়ক রাজন দেবনাথ, নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল