মুম্বাই-দিল্লির ফাইনাল নিয়ে ৫ আকর্ষণীয় তথ্য

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

মুম্বাই-দিল্লির ফাইনাল নিয়ে ৫ আকর্ষণীয় তথ্য

স্পোর্টস ডেস্ক ::
অনেক প্রথমের সাক্ষী হয়ে শেষ অঙ্কে পৌঁছেছে করোনাকালের আইপিএল। দুবাইয়ের দর্শকশূন্য মাঠে আজ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে দিল্লি ক্যাপিটালস।

গত পরশু দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে ১৩তম আসরে এসে এই প্রথম আইপিএলের ফাইনালে উঠেছে দিল্লি। অন্যদিকে টুর্নামেন্টের সফলতম দল মুম্বাইয়ের সামনে রেকর্ড পঞ্চম শিরোপার হাতছানি।

আগুন ফর্মে থাকা মুম্বাইকেই ফেভারিট মানছেন আজ বেশিরভাগ ক্রিকেটপ্রেমীরা। যদিও চোট সেরে ওঠা দলটির অধিনায়ক রোহিত নিজের ফর্মে নেই।

তবু প্রথমবারের মতো ফাইনালে ওঠা দিল্লিকে মুম্বাইয়ের সমকক্ষ মানছেন না অনেকে।

কারণ এ জন্য বিগত আসরের ইতিহাস ঘাঁটার প্রয়োজন নেই। চলতি আসরেই মুম্বাইয়ের কাছে তিনবার হেরেছে শ্রেয়াস আইয়ারের দিল্লি।

এর পরও একই প্রশ্নে দিনভর মনে ঘুরপাক খাচ্ছে- মুম্বাইয়ের পঞ্চম না দিল্লির প্রথম?

আর তা জানতে রাত ৮টার পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই।

এই মহারণের আগে আপাতত ৫ আকর্ষণীয় তথ্য নিয়ে ব্যস্ত ক্রিকেটপ্রেমীরা –

১. আইপিএলের ইতিহাসে এই প্রথম শিরোপার লড়াইয়ে সবচেয়ে সফল (চারবারের চ্যাম্পিয়ন) অধিনায়ক রোহিতের সঙ্গে লড়াইয়ে নামতে যাচ্ছেন সবচেয়ে কণিষ্ঠ অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

২. আইপিএলের ইতিহাসে তিনবার লিগ টেবিলের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। ২০০৮ সালে রাজস্থান রয়্যালস এবং ২০১৭ ও ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ানস এমন কৃতিত্ব দেখিয়েছে। এবারও মুম্বাই লিগের শীর্ষস্থানে থেকে ফাইনালে উঠেছে।

৩. আজ রোহিত শর্মার রেকর্ড ভাঙতে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার। সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে আইপিএল ফাইনালে নেতৃত্ব দেবেন তিনি। এই রেকর্ড আপাতত রোহিতের দখলে। ২০১৩ সালে আইপিএল ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক ছিলেন তখন।

৪. শ্রেয়াস আইয়ার মুম্বাইয়ের প্রথম ক্রিকেটার, যিনি মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে আইপিএল ফাইনালে অন্য দলের নেতৃত্ব দেবেন।

৫. আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব না দিয়েও আইপিএল ফাইনালে অধিনায়কত্ব করার নিরিখে রোহিত শর্মার পাশে নাম লেখাবেন শ্রেয়াস আইয়ার। ২০১৩ সালে রোহিত যখন প্রথমবার আইপিএল ফাইনালে মুম্বাইকে নেতৃত্ব দেন, তখনও ভারত দলের অধিনায়কত্বের স্বাদ নেননি। ওই সময় দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট অভিষেক ঘটেনি রোহিতের। ২০২০ সালে এসে একই রকম স্ট্যাটাস শ্রেয়াস আইয়ারের। জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। তবে এখনও পর্যন্ত টেস্ট অভিষেক ঘটেনি শ্রেয়াসের। আর ভারত দলের অধিনায়কত্ব করার তো প্রশ্নই ওঠে না।

তথ্যসূত্র: ক্রিকইনফো, হিন্দুস্তান টাইমস

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল