মুশফিকের ব্যাটে তৃতীয় দিনে গড়াল টেস্ট

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

মুশফিকের ব্যাটে তৃতীয় দিনে গড়াল টেস্ট

কলকাতা টেস্টে দুই দিনেই হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে মুশফিকের অপরাজিত অর্ধশতকে ম্যাচ তৃতীয় দিনে নিতে সক্ষম হয়েছে টাইগাররা। যদিও ইনিংস হার এড়াতে এখনো ৮৯ রান দরকার বাংলাদেশের।

২৪১ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ফিরে যান ওপেনার সাদমান ইসলাম। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হন মুমিনুল। এ টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েন এ অধিনায়ক। ভারতের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়া প্রথম অধিনায়ক তিনি।

এরপর ১৩ রানের মধ্যে মিথুন ও ইমরুলও ফিরে গেলে দুই দিনেই হেরে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন মুশফিক ও মাহমুদউল্লাহ। তবে ৪১ বলে ৩৯ রান করে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। ফলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

লিটনের বদলি হিসেবে এ টেস্টে সুযোগ পাওয়া মেহেদি মিরাজ মুশফিককে কিছুক্ষণ সঙ্গ দেন। তবে দলীয় ১৩৩ রানে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর তাইজুলকে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক। দলীয় ১৫২ রানে আউট হন তাইজুল। এরপরই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ৮৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। মুশফিক অপরাজিত আছেন ৫৯ রানে। ভারতীয় বোলার ইশান্ত শর্মা ৪টি ও উমেশ যাদব ২টি উইকেট শিকার করেন।

এর আগে, ২৪১ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশের ১০৬ রানের জবাবে প্রথম ইনিংসে স্বাগতিকরা সংগ্রহ করেছে ৯ উইকেটে ৩৪৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৩৬ রান করেন বিরাট কোহলি। বাংলাদেশের পক্ষে আল আমিন হোসেন ও এবাদত হোসেন সমান তিন উইকেট শিকার করেন। এছাড়া রাহীর শিকার দুই উইকেট। বাকি এক উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল