১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯
কুয়েত প্রবাসী আব্দুল আহাদ হত্যার মূল আসামীদের বাদ দিয়ে নিরীহ নিরাপরাধ লোকদের আসামী করে চার্জশীট দেয়া হয়েছে অভিযোগ করেছেন হুসেন মুরাদ চৌধুরী।
তিনি গত ১৩ জুন কুয়েত সিটিতে একটি সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ করেন। একই সঙ্গে নিজেকে নির্দোষ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুয়েত প্রবাসী আওযামী লীগ নেতা আব্দুল আহাদ গত ৩১ আগষ্ট ২০১৮ রাত সাড়ে দশটায় সিলেট শহরের জিন্দাবাজারে কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন। এ হত্যাকা-কে পুঁজি করে কুয়েত প্রবাসীদের একটি
কুচক্রীমহল তাদের পূর্ব শত্রুতা চরিতার্থ করতে তৎপর হয়ে উঠে। তাদের তৎপরতায় মামলার বাদিনী (নিহতের স্ত্রী) প্রভাবিত হয়ে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সম্ভাব্য চেযারম্যান পদপ্রার্থী মধ্যবিত্ত সম্ভ্রান্ত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বিয়ানীবাজার উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কুয়েত আওয়ামী লীগের একাংশের সাংগঠনিক সম্পাদক ওসমানী স্মৃতি পরিষদ কুয়েত শাখার সিনিযর সহ-সভাপতি, গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত শাখার সাধারন সম্পাদক নিরীহ নিরাপরাধ ব্যাক্তি হুসেন মুরাদ চৌধুরীকে অভিযুক্ত করে গত ২ সেপ্টেম্বর ২০১৮ সিলেট সদর কোতোয়ালী থানায় একটি মিথ্যা পরিকল্পিত এজহার প্রদান করে। মামলা নং১/ ৪১৯। এজহারে বাদিনী বলেছে সে তার স্বামীর কাছ থেকে জেনেছে চুরখাইর জনৈক মুরাদের কাছে তার স্বামী মোটা অংকের টাকা পাবে। ওই টাকা নেযার জন্য তার স্বামী ২৩ আগষ্ট সিলেটে এসেছিলেন। ওই দিন রাতে বাড়িতে ফিরে সে বলে মুরাদ তাকে আশ্বস্ত করছে যে কিছুদিনের মধ্যে ফখরুল ইসলাম শান্ত ও সিরাজুল ইসলাম সুরকী এ টাকা ফেরত দিবে। এরপর ঘটনার দিন শান্ত ও সুরকী নিহত আঃ আহাদকে টাকা দেযার কথা বলে সিলেট নিযে যায়। আহাদ কুয়েতে সারাদিন নিজেকে মোবাইলের লাইভ অনুষ্টান প্রচাওে নিজের নাম যশ নিয়ে ব্যস্ত থাকতো। সে কোন রোজগারই করতো না। সে কাকে টাকা দিবে। সেই চলতে পারতো না। মুরাদ নয! কুয়েতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে ওর কাছে আহাদ টাকা পাবে। বরঞ্চ নিহত আব্দুল আহাদের কাছে কুয়েতে অনেকেই টাকা পেতো। কুযেতে টাকা পেলে আহাদ কুযেতে খুজবে দেশে টাকা খুজবে কেনো।কুয়েতের সাড়ে তিন লক্ষ বাংলাদেশী লোকের মধ্যে কেহ জানেনা আঃ আহাদ মুরাদের কাছে টাকা পাবে। ২৩ আগষ্ট দুপুর ১২টার সময় মুরাদ দেশ থেকে ছুটি কাটিয়ে কুয়েত চলে আসে! তবে আহাদ তাকে পেলো কোথায়। এছাড়া শান্ত ও সুড়কীর সাথে মুরাদের কোন পরিচয় নেই। অথচ এদের সাথে নিহত আহাদের সুসম্পর্ক ছিলো। কিছুদিন পূর্বেও শান্তের বোনের বিয়েতে আব্দুল আহাদ গিয়েছে। ঘটনার দিনে ও আব্দুল আহাদ সুরকীর বাড়িতে দাওয়াত খেয়েছে। তদন্তকারী কর্মকর্তা চাইলে অত্যধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিসিটিবির ফুটেজ দেখে আহাদের ও ধৃত আসামীদের মোবাইলের কল লিষ্ট চেক করে প্রকৃত আসামী চিঞ্চিত করতে পারত। তদন্তকারী দারোগার সদিচ্ছা থাকলে কোন আসামী দেশের বাহিরে পালিয়ে যেতে পারতো না। সবাইকে পুলিশ আটক করতে পারতো। পুলিশ তাদের হাতের নাগালে পেয়েও ইচ্ছা করে এদের পালানোর সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, পুলিশ রহস্যজনক কারণে এসব স্পষ্ট না করে দীর্ঘ ৮ মাস মামলা ঝুলিয়ে রেখে আকষ্মিকভাবে নিরীহ নিরাপরাধ হুসেন মুরাদ চৌধুরীকে আসামী করে আদালতে দায়সারা একটি চার্জসিট দিয়ে মামলাটিকে প্রশ্নবিদ্ধ করেছে।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনাটি পুনঃ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আসামী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েত শাখার সভাপতি মো. শওকত আলী, বৃহত্তর সিলেট আওয়ামী লীগ কুয়েত শাখার সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী মুরাদ, প্রজন্ম লীগ কুয়েথ শাখার সভাপতি ময়নুল আল ইসলাম, চট্টগ্রাম আওয়ামী লীগ কুয়েথ শাখার সভাপতি শামসুল ইসলাম, গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত শাখার যুগ্ম সম্পাদক ফরহাদ আহমেদ আওয়ামী লীগের তরুন নেতা জাহেদ চৌধুরী প্রমুখ।
কুয়েত থেকে একে মাসুদ আহমদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D