১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, মেধা বিকাশে পড়াশুনার যেমনি বিকল্পনেই ঠিক তেমনি ভাবে বিনোদন ও খেলাধুলারও বিকল্প নেই। আমাদের সন্তানদের সর্বোপরি পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনে উৎসাহিত করতে হবে। তাহলে আমরা গড়তে পাড়ব আগামী সুন্দর ভবিষ্যৎ। আগামী দিনের ভবিষ্যৎ গড়তে সকল পিতা-মাতাকে তাদের সন্তাদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, মহান মুক্তিযোদ্ধে যাদের ভূমিকা আমরা কখন ভুলতে পারব না তারা আমাদের মুক্তিযোদ্ধারা। তাদের দীর্ঘ সংগ্রামের সুফল আজোও আমরা ভোগ করছি।
মহান বিজয় উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও বিশিষ্ট কমিনিউটি নেতা ক্রীড়া সংগঠক মুফতি বুরহান উদ্দিন সার্বিক সহযোগিতায় আয়োজিত নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ও পুরুস্কার বিতরণ এবং বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলীর সভাপতি নজমুল ইসলাম চৌধুরী মসরুর সভাপতিত্বে ও ইসমাইল হোসেন খোকন ও কল্লোল জ্যোতি বিশ্বাস জয়ের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সিলেট পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান আ.ফ.ম কামাল, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুফতি বুরহান উদ্দিন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, নজমুল হোসেন ইয়াহিয়া, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক ও সুলেমান মিয়াকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিনীত কুমার চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শাহানারা বেগম, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, নজরুল ইসলাম চৌধুরী, ইকবালুর রহমান কামাল, গৌরা ঘোষ, সুব্রত সেন মঙ্গল, আব্দুল কাদির, আলী হোসেন, মুফতি জুনেদ উদ্দিন, গোলাম জিলানী খান, আশরাফ হোসেন সাহেদ, জাকির হোসেন, জাকির হোসেন শাহিন, উলসন গ্রে, কামরুল হোসেন রাজীব, জুয়েল আহমদ জুবেদ, বরকত মিয়া, রেজোওয়ান আহমদ, আব্দুল হামিদ সায়েম, সুমন আহমদ, রমজান মিয়া, রিয়াশাত আজীজ আদনান প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ। পবিত্র গীতাপাঠ করেন অভিজিৎ সেন।
খেলা পরিচালনা করেন অজিত ভট্রাচার্য্য, কৃষ্ণপদ দে, জহুর আহমদ বাবু, প্রদীপ সিংহ। খেলায় অন্য রকম-২ কে হারিয়ে জয় লাভ করে সাইফান জুটি। খেলা ম্যান অব দা ম্যাচ পুরুস্কার পান সাইফান জুটির পরশ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D