২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
খেলাধুলা : লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও জাতীয় দলে টানা খেলে যাওয়ায় লিওনেল মেসি কিছুটা ক্লান্ত। এছাড়া চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলের ভালো অবস্থানেও আছে দল। তাই নিয়মিত অধিনায়ক মেসিকে ছাড়াই দিনামো কিয়েভের বিপক্ষে ম্যাচ খেলতে ইউক্রেনে পা রাখে বার্সেলোনা। দলের প্রাণভোমরাকে বিশ্রামে রেখেই আজ কিয়েভকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রোনাল্ড কোমানের দল। ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েটের জোড়া গোলের ম্যাচে একটি করে গোল করেছেন সের্হিনিও দেস্ত ও আঁতোয়ান গ্রিজমান।মেসির সাম্প্রতিক ফর্মটা অবশ্য মেসিসুলভ নয়। তবে মেসিই যে বার্সেলোনার আক্রমণভাগের প্রাণভোমরা এ কথা অস্বীকার করার সুযোগ আর কোথায়! এবার চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে গোল করেছেন ৩টি। আজ প্রথমার্ধে যখন গোলের খাতা খুলতে পারেনি বার্সা, তখনো যে অনেকে মেসির কথা স্মরণ করেছেন, তা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়।তবে শেষ পর্যন্ত নিয়মিত অধিনায়ককে ছাড়াই কিয়েভকে এক হালি গোল দিয়ে দেস্ত-ব্রাথওয়েটরা বুঝিয়ে দিয়েছেন, তৈরি আছেন তাঁরাও। টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। দুই ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে গিয়েছে শেষ ষোলোও।আজ কিছুটা দ্বিতীয় সারির দলই নামিয়েছিলেন কোমান। জোড়া গোল করা ব্রাথওয়েট যেমন চ্যাম্পিয়নস লিগে আজই প্রথম খেলেছেন একাদশে। দুটি গোল করা ছাড়াও একটি গোল করিয়েছেন ডেনমার্কের এই ফরোয়ার্ড। ৫২ মিনিটে রাইটব্যাক দেস্তকে দিয়ে গোলের খাতা খুলিয়েছেন। তাঁর ব্যক্তিগত গোল দুটি এসেছে ৫৭ ও ৭০ মিনিটে। প্রথম গোলটি ফলোআপে থেকে বলের ওপর চোখ রেখে। কর্নার থেকে উড়ে আসা বলে সতীর্থ এক খেলোয়াড়ের ফ্লিকে দূরের পোস্টে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে দেন ব্রাথওয়েট। চ্যাম্পিয়নস লিগে এটিই তাঁর প্রথম গোল।ব্রাথওয়েটের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে। অবশ্য পেনাল্টিটি আদায় করেছেন তিনি নিজেই। হেড নেওয়ার সময় কিয়েভের এক ডিফেন্ডার পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে গোল করতে কোনো ভুল করেননি ব্রাথওয়েট। যোগ করা সময়ে হালি পূরণ করেছেন বদলি গ্রিজমান। বক্সের মধ্যে থেকে জোরালো শটে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D