মেসিকে রাখতে পারবেন, দাবি ফন্তের

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

মেসিকে রাখতে পারবেন, দাবি ফন্তের

খেলাধুলা : বার্সেলোনার প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিক্টর ফন্তের দাবি, নির্বাচিত হলে মেসিকে বার্সেলোনাতেই রাখতে পারবেন তিনি। সামনের জুনে দলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া লিওনেল মেসি জানুয়ারিতেই অন্য কোনো দলের সঙ্গে সই করে ফেলতে পারবেন প্রাক-চুক্তি।জানুয়ারির ২৪ তারিখ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া নয় প্রার্থীর একজন ফন্ত। নির্বাচিত হলে বার্সেলোনা কিংবদন্তি ও মেসির বন্ধু জাভিকে ম্যানেজার হিসেবে আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘মেসি ও জাভির মধ্যকার জানাশোনা বেশ ভালো। মেসি জাভিকে ভরসা করে। আমি নিশ্চিত সে জাভির নেতৃত্বকেও স্বাগত জানাবে। তবে শুধু একজন ব্যক্তি না, আমরা পুরো একটি প্রজেক্টকে মাথায় রেখে এগোচ্ছি। ক্লাবের বিভিন্ন পর্যায়ে যেই জটিলতা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করে সমর্থকদের ভরসা আদায় করাই আমাদের প্রজেক্ট। শুধু একজন প্লেয়ার বা কোচ না, পুরো কাঠামোকেই ঠিক করতে হবে আমাদের’।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল