মেসি আসছেন, রোমাঞ্চিত পিএসজির গোলরক্ষক

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১

স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা ছেড়ে আজই পিএসজিতে যোগ দেবেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের আসার খবরে রোমাঞ্চিত পিএসজির নতুন ফুটবলার জানলুইজি দোন্নারুম্মা।

ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে সতীর্থ হিসেবে পাওয়ার আশায় রোমাঞ্চিত পিএসজির ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মা।

গত কয়েক মৌসুম ধরেই নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে পিএসজি। সেই ধারাবাহিকতায় এবার তারা দলে টেনেছে দোন্নারুম্মাম, ডিফেন্ডার আশরাফ হাকিমি ও সের্হিও রামোস এবং মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডামকে।

নেইমার-কিলিয়ান এমবাপ্পে-আনহেল দি মারিয়াদের দলে মেসির যোগ দেওয়া হবে সবচেয়ে বড় ঘটনা। এমনটি জানিয়ে স্কাই ইতালিয়াকে ২০২০ সালের ইউরোর সেরা খেলোয়াড় দোন্নারুম্মা বলেন, মেসি প্যারিসে এলে আমি খুশি হবো। সে বিশ্বের সেরা খেলোয়াড়, তাকে দলে পাওয়ার আশায় আমি রোমাঞ্চিত।

স্পেনের টিভি চ্যানেল লা সেক্সতাকে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি জানিয়েছেন, হ্যাঁ, মেসি আজই পিএসজির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল