মেসি এখন গোল মিস করলে কী হবে?

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

মেসি এখন গোল মিস করলে কী হবে?

স্পোর্টস ডেস্ক :

অভিমান, ক্ষোভ আর রাগের বশবর্তী হয়ে গত বুধবার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন লিওনেল মেসি। তারপর থেকেই পুরো বিশ্বে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশ্বের ক্রীড়াঙ্গনে হট নিউজে পরিণত হন আর্জেন্টাইন এ সুপারস্টার।

কিন্তু শুক্রবার নিজের সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন মেসি। বার্সেলোনার সঙ্গে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি থাকায় রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরো দেয়া ছাড়া ক্লাব পরিবর্তন করতে পারবেন না। এত টাকা না থাকায় এক প্রকার বাধ্য হয়েই দলবদলের সিদ্ধান্ত বদলান মেসি।

বাধ্য হয়েই আগামী ১০ মাস বার্সেলোনায় থাকতে হবে মেসিকে। আর এই সময়ে যদি তিনি কোনো গোল মিস করেন তাহলে পরিস্থিতি কী হবে?

এতদিন যারা মেসির খেলা দেখে তাকে ভালোবেসেছেন। এত নাটকের পর মেসি যেহেতু বার্সেলোনাতেই থাকছেন, সেহেতু এখন মাঠে যদি মেসি কোনো গোল মিস করেন তাহলে ভক্ত-সমর্থকরা কি স্বাভাবিকভাবে মেনে নিতে পারবেন?

গোল মিস তিনি আগেও করেছেন, এখনও করতে পারেন। ফুটবল খেলায় গোল মিস হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আগে গোল মিস করলে তাকে নিয়ে তেমন সমালোচনা হয়নি। তবে আগামী ১০ মাসে মেসি যদি গোল মিস করেন তাহলে অনেকেই বলবেন, আর্জেন্টাইন তারকা ইচ্ছে করেই এমনটি করেছে। ক্লাবের প্রতি তার আগের মতো ভালোবাসা নেই, নেই আবেগ। তাই সে চায় না দল ভালো করুক।

এমনও হতে পারে, ২০ বছর ধরে যেই মেসিকে বার্সেলোনার সমর্থকরা আপন মনে করেছেন, ভালোবেসেছেন। তারাই হয়তো এখন মাঠে কোনো ভালো শট বা গোল মিস করলে মেসিকে ভুয়া বলে অ্যাখ্যা দিতে পারেন।

সেই দিক থেকে মেসির জন্য বার্সেলোনায় আগামী ১০ মাস চ্যালেঞ্জিং সময়। এটা মেসি নিজেও বিশ্বাস করেন। তাইতো শুক্রবার গোল ডটকমকে আর্জেন্টাইন সুপারস্টার বলেছেন, এখন আমি নতুন লক্ষ্য স্থির করব। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করব। এই বার্সেলোনাই আমার সব।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল