মেসি বার্সা ছাড়ুক, চান এই রিয়াল তারকা

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

মেসি বার্সা ছাড়ুক, চান এই রিয়াল তারকা

স্পোর্টস ডেস্ক :

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের খবরই ক্রীড়াঙ্গণের কেন্দ্র বিন্দুতে। একের পর এক চমক লাগানো তথ্য নিয়ে হাজির হচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

তবে দীর্ঘ ২০ বছর বার্সেলোনায় খেলার পর এখন ৩৩ বছর বয়সে এসে মেসি কেন ক্লাব পরিবর্তন করতে চাচ্ছেন- এমন প্রশ্ন অনেকেরই।

বার্সেলোনা সভাপতির সঙ্গে বনিবনা না হওয়ায় ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন সুরপারস্টার। এমনটাই বাতাসের গুঞ্জন।

এদিকে বার্সা ছেড়ে না যেতে মেসিকে অনুরোধ জানিয়েছেন বিশ্বের অনেক তারকা ফুটবলাররা। বিশেষ করে সতীর্থরাই চান না মেসি বার্সা ছেড়ে অন্য কোথাও যাক।

তবে এ ব্যাপারে ভিন্ন কথাই বলছেন রিয়াল তারকা জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। মেসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। রীতিমতো মেসিকে বার্সেলোনা ছাড়তে উদ্বুদ্ধ করছেন এই রিয়াল তারকা। বিশেষ করে ক্রুজ চাচ্ছেন না, লা লিগায় শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মেসি থাকুক।

তাই মেসিকে বার্সা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে প্রণোদিত করছেন তিনি।

সোজাসাপ্টা ভাষায় বুধবার ইনফাচ মাল লুপ্পিন পোডকাস্টে টনি ক্রুস বলেছেন, ‘আমরা অনেকেই চাইব না মেসির মতো এমন একজন খেলোয়াড় প্রতিপক্ষ দলে থাকুক। আমাদের এই ইচ্ছাকে খারাপ হিসেবে দেখার কোনো যুক্তি নেই। মেসির চলে যাওয়া মানে বার্সেলোনা তাদের একটি অস্ত্র হারাবে। আর আমি ভাবতে পারি না যে, মেসি রিয়াল মাদ্রিদে আসবে। তাই মেসির জন্য সেরা অপশন হবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যাওয়া।’

মেসিকে তাহলে ভয় পাচ্ছেন ক্রুজ! এই প্রশ্নের আগেই ত৩ বছর বয়সী এই ফুটবলার বলেন, মেসি অবশ্যই সর্বকালের সেরাদের একজন । তবে তার চেয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এগিয়ে রাখছি আমি।

তথ্যসূত্র: স্পোর্টবাইবেল

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল