মেসি বার্সা ছেড়ে দিলে ১০ নম্বর জার্সি চান যিনি

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

মেসি বার্সা ছেড়ে দিলে ১০ নম্বর জার্সি চান যিনি

স্পোর্টস ডেস্ক :

আগে তিন বার সিদ্ধান্ত বদলালেও এবার এখনও পর্যন্ত অনড় লিওনেল মেসি। কাতালান ক্লাবটি তাকে ধরে রাখার তোড়জোড় চালালেও পিঠ দেখিয়েই চলেছেন মেসি।

বার্সা-মেসির এই দ্বন্দ্বের মধ্যে নতুন যে প্রশ্ন উঠেছে– মেসি চলে গেলে স্প্যানিশ ক্লাবটিতে ১০ নম্বর জার্সিটা কে পরবেন?

ফুটবলে ১০ নম্বর জার্সি মানেই অন্যরকম কিছু। ১০ নম্বর জার্সিতে খেলা খেলোয়াড়দের স্বপ্ন। আর বার্সায় মেসির জায়গা দখল সেটিও চাট্টিখানি কথা নয়।

জানা গেছে, মেসি ক্লাব ছাড়ার আগেই একজন ১০ নম্বরের জার্সিটা পরার দাবি জানিয়ে রেখেছেন। তিনি হলেন– ডেনমার্কের ফরোয়ার্ড মার্টিন ব্র্যাথওয়েট।

বার্সেলোনায় মেসির এই সর্তীর্থ বতর্মানে ১৯ নম্বর জার্সি পরে খেলছেন। লেগানেসে দীর্ঘদিন ২৫ নম্বর জার্সি পরে খেলেছেন। কিছু দিন ৭ নম্বর জার্সি পরে মাঠে নামতেও দেখা গেছে তাকে। এর পর মিডলসব্রোর হয়ে খেলার সময় ১০ নম্বর জার্সিটি গায়ে চড়ান ব্র্যাথওয়েট। মেসি চলে গেলে জার্সিটা নিজের গায়ে চড়াতে চান এই ফরোয়ার্ড।

তবে বার্সা তার সেই স্বপ্ন পূরণ করবে কিনা সে বিষয়ে কোনোই সিদ্ধান্ত আসেনি। আসার কথাও নয়, বার্সার অনেকেই এখন চাইছেন মেসি তার সিদ্ধান্ত বদলাক।

তথ্যসূত্র: নাইনটি মিনিট ডট কম

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল