মেস ভাড়া মওকুফ সংগ্রাম পরিষদের ভার্চুয়াল প্রতিবাদ

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

মেস ভাড়া মওকুফ সংগ্রাম পরিষদের ভার্চুয়াল প্রতিবাদ

মেস ভাড়া মওকুফ সংগ্রাম পরিষদ এম সি কলেজ শাখার উদ্যোগে রোববার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় ৩দফা দাবিতে অনলাইন ভার্চুয়াল প্রতিবাদ অনুষ্টিত হয়।

এসময় বিভিন্ন জায়গা থেকে অনলাইন ভার্চুয়াল প্রতিবাদে অংশ নেন ছাত্র নেতা সন্জয় শর্মা, পল্লব কর, মোহাম্মদ আলিফ শরিফ, তুষার বিশ্বাস, আল আমিন, শ্রাবনী দাস তন্বী, শেখ আবু তায়েফ, আব্দুল হামিদ, নাঈম আহমদ, দীপক দেব, অসীম সরকার, পল্লব সেন, মোখলেছুর রহমান, দেবেন দেবনাত, আরিফ রাফি, নাইম আহমদ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ সকল শিক্ষা প্রতিষ্টানের এক বছরের বেতন ফি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্টানের এক সেমিষ্টারের টিউশন  ফি মওকুফ, অনাবাসিক শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের প্রঞ্জাপন ও রাষ্ট্রিয় বরাদ্ধ, সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা ছাড়্ অনলাইন ক্লাস পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল