মোবাইল সিম ব্যবহারে খরচ বাড়ছে

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

মোবাইল সিম ব্যবহারে খরচ বাড়ছে

সিলেটের দিনকাল ডেস্কঃঃ ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম ব্যবহারকারীদের করহার বাড়ছে। অর্থাৎ মোবাইল ফোনের সিম দিয়ে কথা বলা, এসএমএস সেবা ও ইন্টারনেট সেবার ওপর কর বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩জুন) বিকেল ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বাজেট উত্থাপন শুরু হয়। বাজেট উত্থাপন শেষ হয় পৌনে ৫টার দিকে। উত্থাপিত বাজেটে বলা হয়, ‘মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ নির্ধারণ।’

অসুস্থতা নিয়েই আজ জাতীয় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বাজেট উত্থাপন শুরু করার কিছুক্ষণ পর অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাজেট উত্থাপনের অনুরোধ জানান। পরে স্পিকারের অনুমতি নিয়ে বাজেট উত্থাপন করেন প্রধানমন্ত্রী।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।