২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহুরুল ইসলাম রোহেলকে প্রেষণে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহা-পরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ২৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। গত ৪ মে জামুকা’র মহা-পরিচালক হিসেবে দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন অবসর জনিত ছুটিতে যাওয়ায় এ পদটি শূন্য হয়।
জামুকার নতুন ডিজি মো. জহুরুল ইসলাম রোহেল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সফরপুর গ্রামের মরহুম ওয়াছিল আলী ও মরহুমা জাহানারা বেগম চৌধুরীর কনিষ্ট ছেলে।
দক্ষিণভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিকের পাঠ শেষ করে তিনি দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের লেখাপড়া শুরু করেন। বড়ভাই সাবেক পুলিশ অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) মাহবুবুর রব ফারুকের কর্মস্থল কক্সবাজারের উখিয়া হাইস্কুল থেকে তিনি কৃতিত্বের সাথে ১৯৮১ সালে এসএসসি, ১৯৮৩ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি, ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও ১৯৮৭ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
১১ তম বিসিএস ক্যাডার মো. জহুরুল ইসলাম ১৯৯৩ সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৪ বছর মাঠ প্রশাসনে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, খাদ্য বিভাগ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গাইবান্ধায় জেলা প্রশাসক, উপ-সচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পর যুগ্ম সচিব হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যোগদান করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেন। গত বছর একই মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে তিনি পদোন্নতি পান।
জামুকা’র নতুন ডিজি মো. জহুরুল ইসলাম দীর্ঘ ২৮ বছরের চাকুরী জীবনে রাষ্ট্রীয় প্রয়োজনে ও উচ্চতর ডিগ্রী অর্জনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, সুইডেন, অষ্ট্রেলিয়াসহ বিশ্বের ৪৩টি দেশ ভ্রমন করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D