২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার তিনটি চেকপোস্ট পয়েন্টে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মেডিক্যাল টিম পরীক্ষা কার্যক্রম চলছে। ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর সীমান্ত এলাকায় যেমন ফুলতলা, চাতলাপুর ও কুরমা চেকপোস্টে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মেডিক্যাল টিম পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। মৌলভীবাজার সিভিল সার্জন ডা. মো. শাহজাহান কবীর চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
গত ২৮ জানুয়ারি থেকে মৌলভীবাজার জেলার দুটি উপজেলার তিনটি চেকপোস্টে সকাল থেকে একজন মেডিক্যাল অফিসারের নেতৃত্বে প্রতিদিন ভারত থেকে আসা যাত্রীদের আনুষ্ঠানিকভাবে তাদের পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু করে মেডিক্যাল দল। সোমবার সকালে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. মো. শাহজাহান কবীর চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা সদরসহ ৭টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে বেড প্রস্তুত রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কুলাউড়া উপজেলার ফুলতলা, চাতলাপুর ও কমলগঞ্জ উপজেলার কুরমা চেকপোস্টেও মেডিক্যাল টিম ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। গত ২৮ জানুয়ারি ক্যাম্পিং শুরু হয়। আর মূল কার্যক্রম শুরু হয় গত শুক্রবার সকাল থেকে। এ পর্যন্ত চাতলাপুর চেকপোস্ট দিয়ে ১৫৮ জন যাত্রী ভারত ও বাংলাদেশে আসা-যাওয়া করেন। আর ভারত থেকে আসা ২০ জন ভারতীয় যাত্রীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
চেকপোস্টে একজন মেডিক্যাল অফিসারের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট মেডিক্যাল দল সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন। কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্টে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাজনীন সুলতানা বলেন, ‘চাতলাপুর চেকপোস্টে মেডিক্যাল দল প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষায় নিয়োজিত আছি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এ কয়েকদিনে এ রোগের সন্দেহমূলক কোনও রোগী পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘যদি করোনা ভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায় তাহলে ওই রোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সঙ্গে সঙ্গে রেফার্ড করা হবে।’ কুলাউড়া চাতলাপুর চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার উপ-পরিদর্শক মো.জামাল আহমদ বলেন, ‘ভারত থেকে আসা যাত্রীদের প্রতি আমরাও খুবই সতর্কে আছি। আর বাংলাদেশ থেকে যারা ভারতে যায় তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।’
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D