মৌলভীবাজারের বড়লেখায় করোনায় মৃত্যু হলো আরও একজনের

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় করোনায় মৃত্যু হলো আরও একজনের

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাস আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (০১ আগস্ট) রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

তাঁর নাম খায়রুন নেছা (৮০)। তিনি বড়লেখা সদর ইউপির মুছেগুল গ্রামের মৃত মিয়াজান আলীর স্ত্রী। রোববার সকালে স্বাস্থ্যবিধি মেনে ওই নারীকে দাফন করা হয়েছে। এনিয়ে এ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, খায়রুন নেছা দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। হঠাৎ তাঁর জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। গত ২৪ জুলাই তাঁকে সিলেট ওসামীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। গত ২৫ জুলাই তাঁর করোনা পজিটিভ আসে। পরদিন ২৬ জুলাই তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রত্নদীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, স্বাস্থ্যবিধি মেনে ওই মহিলার লাশ দাফন করা হয়েছে। তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে।