২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
বিকাশ দাশ মৌলভীবাজার প্রতিনিধি ::
জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’- এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানালেন মৌলভীবাজারে কর্মরত প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (১২ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় এদিন প্রতিবাদী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক, মামুনুর রশীদ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শামসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এএসএম আব্দুল ওয়াদুদ, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডি, আজিম উদ্দীন সরদার, গণফুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল আলী, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের।
প্রতিবাদ সমাবেশে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে জাতির পিতার ভাস্কর্য অবমাননা ভাংচুরের তীব্র নিন্দ জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তি অর্জন করেছে। বক্তব্যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও বাঙালি জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন তারা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্যই একটি গর্বিত জাতি স্বতন্ত্র পরিচয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর দুর্লভ সম্মান বাঙালি পেয়েছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল জাতির পিতার আজীবনের লালিত স্বপ্ন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D