মৌলভীবাজারে অগ্নিকাণ্ড: সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে ছুটে গেলেন এমপি নেছার

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

মৌলভীবাজারে অগ্নিকাণ্ড: সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে ছুটে গেলেন এমপি নেছার

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের পিংকি সু-স্টোরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও স্বজন হারানো পরিবারটির জন্য প্রধানমন্ত্রীর কাছে গেলেন মৌলভীবাজারের এমপি নেছার আহমদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই পরিবারের পাশে থাকার কথা বলেছেন। বিষয়টি জানিয়েছেন এমপি’র একান্ত সহকারী সচিব ইমরান শাওন। গত মঙ্গলবার মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের (সেন্ট্রাল রোড) পশ্চিমবাজার এলাকায় পিংকি সু স্টোরে অগ্নিকান্ডের ঘটনায় দুই আত্মীয়সহ একই পরিবারের ৫ জন মারা গেছেন। অগ্নিকান্ডে পরিবারটির জীবিকার একমাত্র সম্বল পিংকি সু-স্টোর নামের জুতার দোকানটি সম্পূর্ণ ভস্ম হয়ে যায়।

একান্ত সহ সচিব ইমরান জানান, নেছার আহমদ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন। সেখান থেকে মৌলভীবাজারের অগ্নিকান্ডের খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। তাদেরকে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার অনুরোধ জানান। নিহত সুভাষ রায়ের ছোট ভাই মনা রায়ের সাথে ফোনে কথা বলে গভীর শোক ও সমবেদনা জানান।

শাওন বলেন, মুক্তিযুদ্ধে শহীদ এ পরিবারের দুঃসময়ে আর্থিক সহায়তার জন্য নেছার আহমদ এমপি বুধবার সংসদ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর কার্যালয়ে গিয়ে সাক্ষাত করেন। এ সময় প্রধানমন্ত্রী আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে দুর্দিনে এই পরিবারের পাশে থাকার কথাও বলেন।