মৌলভীবাজারে আরও ৪ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৬১

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

মৌলভীবাজারে আরও ৪ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৬১

স্বপন দেব,মৌলভীবাজার
মৌলভীবাজার জেলায় নতুন করে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের তালিকায় এখন ৬১ জন। শনাক্ত নতুন চারজন হলেন মৌলভীবাজার সদর উপজেলায় একজন, বড়লেখা উপজেলার একজন স্বাস্থ্যকর্মী এবং বাকী দুইজন জুড়ী উপজেলার।

সোমবার (১৮ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার সিভিল সার্জন এবং জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. তওহীদ আহমদ।

তিনি বলেন, এই নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলার করোনা শনাক্তের সংখ্যা ৬১ জন। এদের মধ্যে ২ জন আগে মারা গেছেন।
জেলায় মোট কোয়ারেন্টিনে রোগীর সংখ্যা ২ হাজার ১৩১ জন এবং কোয়ারেন্টিন হতে ছাড়া পেয়েছেন রোগীর সংখ্যা ১ হাজার ৭৮৫ জন বলে জানান ডা. তওহীদ আহমদ।