২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারে কোভিট-১৯ সেঞ্চুরী করতে যা”্ছ।ে জেলায় এ পর্যন্ত ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি শুক্রবার(২৯ মে) জেলা প্রশাসনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে।
আর মাত্র দুইজন আক্রান্ত হলেই জেলায় কোভিট-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা সেঞ্চুরীতে পৌঁড়াবে। প্রবাসী অধ্যুষিত ও পর্যটন জেলা মৌলভীবাজারে দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের মানুষের সংখ্যা। সর্বশেষ শুক্রবার একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা পজিটিভ শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলার আব্দুল আহাদ গত ২৬ মে নিজ বাসায় মারা যান।
এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ জন। আর মারা গেছেন ৩ জন।
জেলা সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মৌলভীবাজারে বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৪৩৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৩জন, আর আইসোলেসন আছেন ১০জন।
জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই জন সচেতনতা সৃষ্টিতে প্রচারণান পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করেও বাজার ও বিপনী বিতান গুলোতে শারিরীক দূরত্ব বজায় রেখে চলাচলে মানুষকে বাধ্য করা যাচ্ছেনা।ফলে জেলা স্বাস্থ্য বিভাগের আশঙ্কা আগামী দিনগুলোতে করোনা সংক্রমণের ভয়াবহ রুপ নিতে পাওে এ জেলায়। এখনই স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করলে এ রোগের সংক্রমণ রোধ করা সম্ভব হবেনা।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D