২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারে ট্রাকের চাপায় হুছনে আরা বেগম (৪০) নামের এক নারী প্রাণ হারালেন। বৃহস্পতিবার বেলা ২টায় মৌলভীবাজারের কনকপুর এলাকার একটি পার্কের সামনে রাস্তা পারাপারের সময় তিনি নিহত হন। নিহত হুছনে আরা বেগম নবীগঞ্জ উপজেলার বাশঘর গ্রামের নফল মিয়া স্ত্রী। তিনি ৫ কন্যার জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হুছনে আরা বেগম নবীগঞ্জ থেকে বেড়াতে এসেছিলেন নিজের বাবার বাড়ি। বোনকে নিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্রা-ট ২০-৯৫৪২ নাম্বারের একটি ট্রাক চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে”।
উল্লেখ, গত শুক্রবারও কনকপুর এলাকায় প্রাইভেট কারের চাপায় এক নারী নিহত হয়েছিলেন। পরিবহন ধর্মঘটের দিন ট্রাক চলাচল নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D