মৌলভীবাজারে ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি, ৪ সদস্যের মেডিকেল টিম গঠন

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

মৌলভীবাজারে ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি, ৪ সদস্যের মেডিকেল টিম গঠন

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেট অঞ্চলের ওপর দিয়ে এক সপ্তাহ ধরে বয়ে চলা শৈত্য প্রবাহে শিশুবৃদ্ধসহ নানা বয়সের লোকজনের ঠান্ডাজনিত রোগের ব্যাপক বৃদ্ধি ঘটেছে। জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিনই সহস্রাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। উপজেলার হাসপাতালগুলোতে জরুরী চিকিৎসা নিতে আসা রোগীদের স্থান দেয়া যাচ্ছেনা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হঠাৎ ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়া হাসপাতালের জরুরী ও বহি:র্বিভাগে শিশু এবং বয়স্ক রোগীদের শ’শ রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসকরা। রোগীদের সেবা দান ও পর্যবেক্ষণে রাখাতে প্রতিটি হাসপাতালে জরুরী মেডিকেল টিম গঠন করা হয়েছে। কুলাউড়াসহ প্রতিটি হাসপাতালে প্রয়োজনীয় সেবাদানের জনমুখী উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। দরিদ্র রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বাস্থ্য প্রশাসনের এ উদ্যোগটির প্রশংসা করছেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হক জানান, অসহনীয় ঠান্ডা বেড়ে যাওয়ায় হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলার কোথাও ঠান্ডাজনিত রোগে গুরুতরভাবে কেউ আক্রান্ত হলে এই মেডিকেল টিম সেবা প্রদানের জন্য দ্রুত কাজ করবে।