২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার চারটি উপজেলা নিয়ে হাকালুকি হাওরের বিশাল অবস্থান। এ হাওরে বছরে একবারই ফসল (ধান) ফলানো যায়। তাই হাওর পাড়ের কৃষকদের একমাত্র ভরসা বোরো ফসল। এবার ফসলের মৌসুমে দেশজুড়ে চলছে করোনার ভয়াবহ সংক্রমণ তার সাথে যুক্ত হয়েছে লকডাউন।
মরার উপর খরার ঘা হিসেবে আবহাওয়ার বার্তা এসেছে আগাম বন্যার। তাই হাওরের বিশাল এলাকার পাকা বোরো ধান দ্রুত কেটে আনার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। গত সোমবার (২০ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিন জেলার হাকালুকি হাওরের বিভিন্ন এলাকা ঘুরে কৃষক ও শ্রমিকদের উৎসাহ দেন।
এসময় তিনি বড়লেখার হল্লা হাওরে ধান কাটায় নিয়োজিত ১০০ শ্রমিককের পরিবার প্রতি ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করেন। এছাড়া জেলা পরিষদ থেকে কৃষকদের জন্য প্রাপ্ত বরাদ্দ থেকে সবজি বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করেন। পরে হাওরে হাল্লা এলাকায় মনোহর আলী মাস্টারের ‘পাখি বাড়ি’ পরিদর্শন করেন আর ঝড়-বৃষ্টিতে যাতে পাখিগুলোর কোনো সমস্যা না হয় সেজন্য সবাইকে খেয়াল রাখার অনুরোধ করেন জেলা প্রশাসক।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, আগামী কয়েকদিন এলাকায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার আগেই যাতে কৃষকরা ধান কাটতে পারেন, সেজন্য জেলা প্রশাসক হাওর পরিদর্শন করে কৃষকদের দ্রুত ধান কাটার অনুরোধ জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D