মৌলভীবাজারে নকল শিশুখাদ্যের ২ কারখানা, যুবক আটক

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

মৌলভীবাজারে নকল শিশুখাদ্যের ২ কারখানা, যুবক আটক

 

নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নকল শিশুখাদ্য ও প্রসাধনী তৈরির দুটি কারখানার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় দুই ট্রাক নকল মাল উদ্ধার করা হয়েছে। এসব দ্রব্য মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

আটক যুবকের নাম হাবিব মিয়া (৩৫)। তার বাড়ি চাঁদপুর জেলায়।

মঙ্গলবার শ্রীমঙ্গল থানার পরিদর্শক মো. হুমায়ুন বলেন, উপজেলার ভানুগাছ রোডে এই ভেজাল কারাখানা দুটিতে নামিদামি ব্র্যান্ডের নকল সিল দিয়ে জুস, চকলেট, স্যালাইন, আগরবাতি, গোলাপজল, তেলসহ প্রায় ৩০ প্রকারের পণ্য উৎপাদন করা হচ্ছিল।

এ ঘটনায় হাবিব নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে একই অপরাধে আগেও আটক করা হয়েছিল।