১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯
মৌলভীবাজার প্রতিনিধিঃঃ মৌলভীবাজারে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামকে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। নীলফামারির জেলা প্রশাসক ২০ তম বিসিএস ক্যাডার নাজিয়া শিরিন মৌলভীবাজার জেলায় ১৯তম ডিসি। নাজিয়া শিরিনের গ্রামের বাড়ী বাগেরহাট জেলায়।
তিনি মৌলভীবাজার জেলার প্রথম তিনি নারী জেলা প্রশাসক হিসেবে শিঘ্রই যোগদান করবেন। গত ১১ জুন বদলী ও নিয়োগ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শাহীন ইমরান প্রজ্ঞাপনে এ আদেশে স্বাক্ষর করেন। একই প্রজ্ঞাপনে আরো ১৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
তিনি ঢাকায় ২০০১ সালে ২০তম বিসিএস ক্যাডার হিসেবে যোগদেন করেন। এর পর ২০১৩ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও সেখান থেকে ২০১৮ সালের ৯ আগস্ট ডিসি হিসেবে যোগদান করেন নীলফামারিতে।
নাজিয়া শিরিনের জন্ম ১৯৭৬ সালের ৫ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় নাজিয়া শিরিন জন্মগ্রহন করেন। বাগেরহাটে প্রাথমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা গ্রহন করে অনার্স ও মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট ও ইংরেজিতে এম এ ও যুক্তরাজ্য থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন। ব্যক্তিজীবনে দুই সন্তানের জননী। স্বামী মাসুদ উর রহমান পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিদি/১২জুন ১৯/জুনেদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D