মৌলভীবাজারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ’র উদ্বোধন

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

মৌলভীবাজারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ’র উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারে নারীর প্রতি সহিংসতা রোধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী কর্মসূচি মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে অনাড়ম্বর আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনা মো. মশিউর রহমান, মৌলভীবাজারের এনডিসি অনলাইন প্লাটফর্মে সংযুক্ত থেকে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০’ এর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

কর্তৃপক্ষ থেকে জানানো হয়, সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিন রাত ৮ টায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টিতে অনলাইন প্ল্যাটফর্মে থাকবে সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা অনুষ্ঠান।