২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজার সদরের গিয়াস নগর ইউনিয়নের আনকলীবড় গ্রামে ভাবীর সাথে পরকীয়ায় বাঁধা দেয়াতে ক্ষিপ্ত হয়ে ছোটভাই বড়ভাইকে নির্মমভাবে খুন করেছে। পুলিশ শুক্রবার বিকেলে মৃতদেহ উদ্ধার করে দু’ঘণ্টার মধ্যে আসামিকে আটক ও হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করেছে।
পুলিশ ও স্বজনরা জানায়, আনকলীবড় গ্রামের আলতা মিয়ার বড় ছেলে মেরাজ মিয়া দু‘সন্তানের জনক। তার ছোট ভাই বদরুলের সাথে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে অনেকদিন ধরে। এ নিয়ে পারিবারিক ভাবে বহু বিচার শালিস করেও কোন সুরাহা করা যায়নি।
গত ২৭ এপ্রিল বদরুল মিয়া রাতের বড়ভাইর স্ত্রীর ঘরে গেলে তাকে হাতেনাতে ধরা হয়। পরে বড়ভাই মেরাজ মিয়া তার স্ত্রীকে পরদিন বাপের বাড়ি পাঠিয়ে দেন। এ নিয়ে বদরুল মিয়া তার ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে গালমন্দ করে। বৃহস্পতিবার( ৩১ এপ্রিল) সন্ধ্যায় মেরাজ ইফতারের পর বাড়ি থেকে বাজার করতে বের হন। এরপর তাকে আর খোঁজে পাওয়া যায়নি।
মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান জানান, শুক্রবার (১ মে) সন্ধ্যার কিছু আগে এলাকার লোকজন জানায়, ওই গ্রামের একটি খালে মৃত অবস্থায় মেরাজের মৃতদেহ ভেসে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে তার শরীরের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সন্দেহজনকভাবে বদরুল মিয়াকে আটক করে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করেছে।
পুলিশ জানিয়েছে, বদরুল মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে, ভাবীর সাথে পরকীয়ায় বাঁধা দেয়া এবং সর্বশেষ তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়াতে সে ক্ষিপ্ত হয়ে বড়ভাইকে হত্যা করেছে। পুলিশ জানায়, মেরাজ মিয়া বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে লাঠি দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিতের পর খালে ফেলে বাড়ি চলে যায়। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D