২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলাতে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে দেশে প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। জানা যায়, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে সিঙ্গুর পুঞ্জি এলাকায় দেড় কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিপন্য প্রক্রিয়াজাতকরন কেন্দ্র’ – ০১ ও জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই এলাকায় এক কোটি দুই লক্ষ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিপন্য প্রক্রিয়াজাতকরন কেন্দ্র’ -০২ স্থাপনের জন্য প্রস্তাবিত প্রকল্প গ্রহনের কাজ শুরু হয়েছে।
এ লক্ষে সোমবার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস্ এন্ড টেকনোলজিস্ লিঃ এর সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় সমূহের জীবনমান উন্নয়ন, নিরাপদ কৃষিপণ্য উৎপাদন ও বিপনন ব্যবস্থার উন্নয়নে উৎপাদক ও ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সিঙ্গুর, ইছলাছড়া আমছড়ি পুঞ্জির ক্ষুদ্র নৃ-গোষ্টীর ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এর আগে রবিবার জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও অসীম চন্দ্র বণিকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পুঞ্জির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৬০ জন সহ কমলাচাষীরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, সিরাজ নগর চা-বাগান ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস্ এন্ড টেকনোলজিস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক ও এগ্রো ইকোসিষ্টেম উন্নয়ন বিশেষজ্ঞ আহমদ ওয়াসিমূল বারী, ফোর্থ আই আর এগ্রো ইনোভেশনস্ এন্ড টেকনোলজিস্ লিঃ এর চেয়ারপার্সন ও বাপমা’র সহ-সভাপতি কাজী গোলাম আলী সুমন, বাণিজ্য মন্ত্রনালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী সমন্বয়ক কাজী মোঃ আনিসুর রহমান খান। সভায় বক্তারা বলেন, বিভিন্ন কৃষিজাত পণ্যে নিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপননে প্রস্তাবিত কৃষিপন্য প্রক্রিয়াজাতকরন কেন্দ্র স্থাপনের সফলতা কামনা করে উক্ত প্রক্রিয়াজাতকরন কেন্দ্র দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D