মৌলভীবাজারে বিএসটিআইয়ের অভিযানে এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

মৌলভীবাজারে বিএসটিআইয়ের অভিযানে এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা আদায়

মৌলভীবাজার প্রতিনিধি : বিএসটিআই সিলেট ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী, এনএসআই ও বাংলাদেশ পুলিশ সদস্যের সহযোগিতায় জেলা সদরে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার সদরস্থ ইনফিনিটিতে শাড়ি, লুঙ্গি, কালার ফাস্টনেস, সিরামিক টেবিওয়্যার পণ্য সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রয় ও বাজারজাত করায় ৭০ হাজার টাকা, স্বাদ এন্ড কোং নামক মিষ্টি দোকানে মিষ্টি পণ্য প্যাকেট/কার্টুনের পরিমাপের মাধ্যমে ওজনে কম প্রদান এবং উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা বিহীন ব্ল্যাক টি পণ্য বিক্রয় করায় ১০হাজার টাকা, বনফুল এন্ড কোং, নামক দোকানে মিষ্টি পণ্য প্যাকেট/কার্টুনের পরিমাপের মাধ্যমে ওজনে কম প্রদান এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিস্কুট ও ফার্মেন্টেড মিল্ক পণ্য বিক্রয় করায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পশ্চিম বাজার মাছ ব্যবসায়ীদের বিক্রিত মাছের ফরমালিন টেস্ট করা হয় এবং ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

একই দিন বিকেলে মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গলে বিলাসে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রির অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা, নাহার ট্রেডিং নামক দোকানে জ্বালা তেল ডিজেল প্রতি ১০ লিটার পরিমাপে ১১০ মি. লি কম প্রদান করায় ২০ হাজার টাকা,এম.বি ডিপার্টমেন্ট স্টোরে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রির অপরাধে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাবনী, বিএসটিআই , সিলেট এর কর্মকর্তা দোছ মোহাম্মদ, সহকারী পরিচালক (রসায়ন) সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার(সিএম) মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি) এবং মো: ইশমাম চৌধুরী, পরীক্ষক(রসায়ন) উক্ত মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন।

এদিকে গতকাল মঙ্গলবার জেলার কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বিএসটিআই , সিলেট ও উপজেলা প্রশাসন, কুলাউড়া, মৌলভীবাজার এর সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযান কালে মেসার্স ইকরা ফুড প্রোডাক্টসে কারি পাউডার, ঘি, বাটার অয়েল ও সস পণ্য সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রয় ও বাজারজাত করায় ৬০হাজার টাকা, মেসার্স ফেরদৌস কর্পোরেশনে লাইসেন্স গ্রহণ ব্যতীত কারী পাউডার ও সস পণ্য বিক্রয় করায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম, বিএসটিআই, সিলেট এর কর্মকর্তা সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার(সিএম) এবং মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি) মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। বিএসটিআইয়ের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।