১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ ব্যাটালিয়ন বিজিবির উদ্যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে দি বাড্স রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজিবির উদ্যোগে মাদকদ্রব্য ধ্বংস ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, নাটক ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক পিবিজিএম (বার)-এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, এসডিসি, পিএসসি-রিজিয়ন কমান্ডার সরাইল, শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাৎ, পিএসসি এলএসসি, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, বর্তমান সরকার মাদকবিরোধী শূন্য সহিষ্ণুতা অবলম্বন করেছে। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সমাজ বিরোধী নানা তৎপরতার পাশাপাশি দেশকে মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে মাদকাসক্তদের ভোট আওয়ামী লীগের প্রয়োজন নেই। সকল পর্যায়ের নির্বাচনেও তিনি মাদকসেবী ও কারবারিদের বয়কটের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিজিবি কর্তৃক বিগত জুলাই ১৮ থেকে অক্টোবর ১৯ পর্যন্ত একাধিক অভিযানে আটক ভারতীয় ১ হাজার ১৮২ বোতল মদ, ১৭ লিটার দেশি মদ, ১৩ বোতল ফেনসিডিল, ১১৯ বোতল কোরেক্স, ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ১০ লাখ পাতার নাসির বিড়ি ও ২৭ হাজার ৪শ শলাকার সিগারেট ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব মাদকের বাজার মূল্য ৪৮ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
শ্রীমঙ্গল প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D