মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্ত : বাসা লকডাউন

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্ত : বাসা লকডাউন

স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারে রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায় দুই জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ জানান, শ্রীমঙ্গলের একজন ব্যাংক কর্মকর্তা (বয়স ২৬) ও রাজনগর উপজেলার একজন স্বাস্থ্যকর্মী বয়স (৩০) শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তাদের দু’জনের বাসা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। আক্রান্তের পরিবারের সকলকে বাসা থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

জানা যায়, শ্রীমঙ্গলে আক্রান্ত ব্যক্তির সাথে একই বাসায় আরও কয়েকটি বেসরকারি ব্যাংকে কর্মরত কয়েকজন কর্মকর্তার মেস করে বসবাস করতেন ।