মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারে র‌্যাব-৯ এর সহযোগিতায় রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিভিন্ন হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এই সময় সেন্ট্রাল রোড, সোনার বাংলা রোড, এবং শ্রীমঙ্গলের পেয়াজ, রসুন, আদার পাইকারি আড়ৎসহ বিভিন্ন জায়গায় তদারকি করা হয়। এই সময় ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয়। ঢাকার আমদানিকারক এবং শ্রীমঙ্গল পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদের লাভ সহকারে আদার পাইকারি দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।

তদারকি অভিযানে দেখতে পাওয়া যায় ঢাকা শ্যামবাজার বা অন্যান্য স্থান থেকে এই সকল পাইকারি ব্যবসায়ীগণ আদা এনে মূল্য কারসাজি করে অতিরিক্ত দামে আদা বিক্রি করছে। উক্ত তদারকি অভিযানে আদার দাম অনৈতিক ভাবে বাড়িয়ে বিক্রি করার দায়ে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।