মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি:
“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালি বের হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে অংশ নেন মৌলভীবাজারের জেলার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল মজিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের ইন্সপেক্টর ইমদাদ উল্ল্যা, ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার আব্দুছ সত্তার, শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিনসহ জেলার প্রিন্ট, অনলাইন,ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।