২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমন প্রতিরোধে জেলা সদরের বিভিন্ন স্থানে একযোগে ৯ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ৬৫ মালায় ৩৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দিনব্যাপি জেলা প্রশাসনের উদ্যাগে সরকারি স্বাস্থ্য বিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ও স্বাস্থ্য বিধি অনুসরণে শৈথিল্যের কারণে মৌলভীবাজার জেলায় ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রনে অভিযান চালানো হয়। মাস্ক ছাড়া যারা রাস্তায় বেড় হয়েছেন আর দোকানে এসে কেনাকাটা করছেন তাদের ৫ শত টাকা করে জরিমানা করা হয়েছে। মৌলভীবাজারে চৌমুহনা ও পশ্চিমবাজার, রাজনগরের বিভিন্ন এলাকায় একযোগে মোবাইল কোর্ট পরিচালিত করা হয়। মোবালই কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ, মোঃ নেছার উদ্দিন, বেগম সানজিদা রহমান, মোঃ রফিকুল ইসলাম, উর্মি রায়, সহকারী কমিশনার (ভূমি)সহ অভিযানে জেলা পুলিশের সহযোগিতায় জরিমানা আদায় করা হয় ৬৫ মামলায় ৩৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এতো অভিযানের পরও জনগনের মধ্যে স¦াস্থ্য বিধি মেনে চলাচল করতে দেখা যায়নি। বিশেষ করে গণ পরিবহন ও অটোরিকশার চালক ও যাত্রীরা শনিবার(১৮ জুলাই) সারাদিনই মাক্স মুখের নিচে ঝুলিয়ে প্রকাশ্যে চলাচল করতে দেখা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D