মৌলভীবাজারে র‌্যাব সদস্যরা রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছেন

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

মৌলভীবাজারে র‌্যাব সদস্যরা রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছেন

স্বপন দেব, মৌলভীবাজার :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের মানবিক কাজগুলো মানুষকে অনুপ্রাণীত করছে দু:সময়ে নিরন্ন মানুষের পাশে দাড়াতে। এ বাহিনীর সদস্যরা সারাদিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলার বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে মানুষকে সচেতন করছেন। আর রাত হলেই অসহায় নিরন্ন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁচ্ছে দিচ্ছেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মো. আনোয়ার হোসেন শামীম ও তার সহযাত্রীরা।

র‌্যাব ক্যাম্পের অধিনায়ক শামীম বাড়ি বাড়ি গিয়ে বলছেন, ‘এটা কোন ত্রাণ নয়, সাহায্য নয়, এটা র‌্যাব- ৯ এর পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য উপহার। এই উপহারটুকু গ্রহণ করলে খুশি হব।’ তিনি বলেন, সবাইকে আমাদের পক্ষে হয়তো সাহায্য করা সম্ভব নয়, তবে সাধ্যমত অসহায়দের ক্ষুদ্র সহায়তা দেয়ার চেষ্ঠা করে যাচ্ছি।

উল্লেখ্য, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মো. আনোয়ার হোসেন শামীম গত ২০ মার্চ প্রথম শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় রাস্তার পাশে পথচারিদের হাত ধোয়ার জন্য নিরাপদ কর্ণার স্থাপন করেছিলেন। আর গত রোববার (২০ এপ্রিল) পর্যন্ত তিনি প্রায় এক হাজারও অধিক অসহায় মানুষের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে অভাবী মানুষের আশ্রয়স্থল হিসেবে নিজ বাহিনীকে প্রতিষ্ঠিত করেছেন।