২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট (এমপিআই) তে আজও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মত সোমবার তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় শত শত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ নেন। দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও বিশ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা দীর্ঘদিন ধরে কর্মবিরতির পালন করছেন। আর এ কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে ক্লাস।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, গত দেড় বছর ধরে থেমে থেমে শিক্ষকদের কর্মবিরতি চলছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনকে তাদের এই দাবি মেনে নেওয়ার আহবান। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা। এ সময় ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থী মো. জসিম উদ্দিন বলেন, ‘দেশের প্রত্যেকটা পলিটেকনিকের শিক্ষার্থীরা এই সমস্যায় ভুগছেন। এর ধারাবাহিকতায় আমারাও আমাদের এই দাবিটুকু আদায়ের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আগামীকাল আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি নিয়ে যাবো। আমাদের সাথে একাত্ব হয়ে প্রথম শিফটের শিক্ষার্থীরাও ক্লাস করবে না। পলিটেকনিক শিক্ষকদের দাবি, সরকারকে মূল বেতনের ৫০% (জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী) পর্যায়ক্রমে ১০০% উন্নীত করতে হবে। কিন্তু সরকার বারবার আশ্বাস দিয়েও অদৃশ্য কারণে সাড়া দিচ্ছেনা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. রেদওয়ানুর রহমান জানান, আজকেও শিক্ষার্থীরা কলেজে বিভিন্ন কর্মসূচি করেছে। প্রথম শিফটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে ক্লাস করছে না। তারা ক্লাস বর্জন করেছে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D