মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৪

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৪

ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে রক্তাক্ত জখম করেছে একই এলাকার ইসমাইল গংরা।

মঙ্গলবার (২৭ আগষ্ট) রাতে হাসপাতালে যাবার পথে ইসমাইল গংদের বাড়ির সামনে পৌঁছিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তাকে পুকুরে ফেলে দেয় ইসলাম গংরা।

এঘটনায় আব্দুল খালিক(৫০) বিলাল হোসেন(৩৫)আবু সুফিয়ান(২২) নামক আরো ৩ জন আহত হয়েছেন।স্থানীয়রা উদ্ধার করে আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান বলেন, ধারাবাহিক হুমকি ধমকি দিয়ে আসছিল ইসমাইল গংরা। অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধার ওপর বর্বর হামলায় এলাকা জুড়ে নিন্দার ঝড় বইছে।

এ ব্যাপারে ইসমাইল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

মৌলভীবাজার প্রতিনিধি