মৌলভীবাজারে সাংবাদিক হত্যার পরিকল্পনা

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯

মৌলভীবাজারে সাংবাদিক হত্যার পরিকল্পনা

অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও “জাতীয় দৈনিক আমাদের কন্ঠ” ও “দৈনিক সিলেটবানী” পত্রিকা জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মৌমাছিকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মশাহিদ আহমদকে ভয়ংকরভাবে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তার প্রয়োজনে মূল পরিকল্পনাকারী বনবিথি আবাসিক এলাকার মৃত নুরুল ইসলাম সরকার এর পুত্র শ.ই সরকার জবলু (৫৫) এর বিরুদ্ধে আইনানুগব্যবস্থা গ্রহন করার দাবীতে অডিও রেকর্ড এর সিডিসহ মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী ( নং- ৩৩০, তারিখ : ০৬/০৮/২০১৯ইং) দায়ের করেছেন গত (৬ আগষ্ট) মঙ্গলবার রাতে।

জানা গেছে- গত ৬ আগস্ট সকাল ১০. ৪০ ঘটিকায় সেন্ট্রাল রোডস্থ পেপার হাউস নামক দোকানে পরিকল্পনাকারী জবলু কতেক সাক্ষীর সম্মুখে সাংবাদিক মশাহিদকে হত্যা করার জন্য ভয়ংকরভাবে কতেক পরিকল্পনার কথা উল্লেখ করিয়াছেন।

তিনি জানান- ইতিমধ্যে চারদিন অজ্ঞাত সন্ত্রাসীদের মাধ্যমে মশাহিদকে চলাফেরার সময় প্রানে হত্যার সুযোগ খুজিয়াছেন। কিন্তু সঙ্গে লোক থাকায় হত্যা করিতে পারেন নাই। উক্তরুপ ভয়ংকর হত্যা পরিকল্পনার কথা শুনিয়া আতংকে উপস্থিত ব্যক্তি তার স্বীকার উক্তির বক্তব্যটি অডিও ধারন করেন।

রাসেল আহমেদ (মৌলভীবাজার প্রতিনিধি)