মৌলভীবাজারে সাড়ে তিনশত জনের করোনা শনাক্ত: কুলাউড়ায় পুলিশসহ নতুন ৩জন শনাক্ত

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

মৌলভীবাজারে সাড়ে তিনশত জনের করোনা শনাক্ত: কুলাউড়ায় পুলিশসহ নতুন ৩জন শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ এ শনাক্তের সংখ্যা সাড়ে তিনশত ছাড়িয়েছে। নতুন করে মঙ্গলবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ জন) রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৩৫৫ জনের করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে ।

তিনি জানান, মৌলভীবাজারে ২৩ জন করোনা পজেটিভ নতুন পাওয়া গেছে। এদের মধ্যে সদর উপজেলার ১২ জন, রাজনগর ৩ জন, কুলাউড়া ৩ জন, কমলগঞ্জ ১, শ্রীমঙ্গল ১ ও বড়লেখা ৩ জন।

জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৫৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১১৮ জন। মৃত্যুবরণ করেছেন ৪জন।  অন্যদিকে, কুলাউড়ায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ৩ জনের করোনা (কোভিড-১৯) রিপোর্ট  পজেটিভ এসেছে।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক। নতুন আক্রান্ত তিন জনের মধ্যে একজন কুলাউড়া থানার পুলিশ কনস্টেবল, আরেকজন পৃথিমপাশা ইউনিয়নের ইটাহরি এলাকার বাসিন্দা এবং তৃতীয়জন কর্মধা ইউনিয়নের মনসুরপুর এলাকার।

এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। এদের মধ্যে ৩০ জন করোনামুক্ত হয়েছেন। জেলায় নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনের করেছে প্রশাসন।