মৌলভীবাজারে সড় দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

মৌলভীবাজারে সড় দুর্ঘটনায় নিহত ২

মৌলভীবাজার সংবাদদাতা::

মৌলভীবাজারে একটি পণ্যবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- দুর্ঘটনায় মৃতরা হলেন, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল মুহিত সবুজ (৪৫), জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মস্কন আলীর ছেলে রফিক উদ্দিন (২৬।

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক মৌলভীবাজারে আসছিল। পথে সদর উপজেলার কদুপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে এর ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ সময় গাড়িতে থাকা অপর দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।