মৌলভীবাজারে ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

মৌলভীবাজারে ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার মুন্সিবাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠান দুটিকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়, নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়, সংশ্লিষ্ট অধিদপ্তরের বিধিমালা না মেনে ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। অভিযানকালে সিলেট-রাজনগর রোডে অবস্থিত ‘মাতৃ ভাণ্ডারকে’ চার হাজার টাকা ও মুন্সিবাজারে অবস্থিত ‘সেবা ফার্মেসিকে’ ২৫ হাজার টাকাসহ মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফোর্স।