২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মে ৬, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের সদর উপজেলার খলিল পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এক সিএনজির ড্রাইভার কর্তৃক ৮ বছরের এক স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে তার বাবা বুধবার(৬ মে) বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে। ধর্ষকের নাম মোঃ জুবায়ের আহমদ (২৭) পিতা- আব্দুল করিম গ্রাম চাঁনপুর, খলিলপুর ইউনিয়ন।
শিশুটির বাবা জানান,গত সোমবার(৪ মে) সকালে সিএনজি ড্রাইভার জুবায়ের প্রতিদিনের মত নিজের সিএনজি বাড়ি থেকে বের করে শহরে যাবার পথে তার ৮ বছরের শিশু কন্যা এবং তার সাথে এলাকার আরও ২জন সহপাঠী ছাত্রকে নিয়ে মক্তবে পৌছে দেয়ার কথা বলে সিএনজিতে তুলে নেয়। কিছু দূর যাবার পর অন্য রাস্তায় তাদের পৌছে দেয়ার কথা বলে একটি স্কুলের পাশে সিএনজি রেখে অন্য দুজনকে গাড়িতে বসিয়ে মেয়েটিকে নিয়ে স্কুলের বাথরুমে নিয়ে যৌন নিপীড়ন করে। মেয়েটির সাথে দুই ভাই ছিল তাদের বয়েস ১০/১২হবে। দীর্ঘ সময় পর তারা ফিরে না আসায় দু ভাই স্কুলের দিকে যায়। সেখানে তারা দেখতে পায় ড্রাইভার জুবায়ের তাদের বোনকে যৌন নির্যাতন করছে।
বিষয়টি দেখে ফেলায় জুবায়ের তাদের কে হুমকি দেয় যদি বাড়িতে গিয়ে এই বিষয়ে কোন কিছু বলে তাহলে তদেরকে এখানেই মেরে ফেলব। তারা কাউকে কিছু না বলার শর্তে বাড়িতে ফিরে আসে। পরে এই বিষয়টি মা ও বাবা কে বললে তারা গ্রামের সাবেক মেম্বারকে জানান। পরে মেয়েটির সমস্যা হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপরে মেয়ে বাবা পুলিশকে বিষয়টি জানালে মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন নিজেই ঘটনাটি তদন্ত করে ঘটনাটির সত্যতার প্রমাণ পান এবং ধর্ষককে আটক করেন।
ওসি আলমগীর হোসেন জানান, আসামী নিজে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে আসা হয়েছে। ধর্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে থানা মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D