২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
করোনাভাইরাসের বিস্তার রোধে এলাকাভিত্তিক লকডাউনের যে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার সেখানে মৌলভীবাজার জেলা আবারও লকডাউনের আওতায় আসছে। করোনা আক্রান্তের ব্যাপক বিস্তার বিবেচনা করে রেড জোন, ইয়েলো জোন ও গ্রীণ জোনে চিহ্নিত করে দেশের বিভিন্ন অঞ্চলে তা বাস্তবায়ন করতে কঠোর স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগের ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন) দেখানো হয়েছে। আংশিক লকডাউন (ইয়েলো জোন) দেখানো হচ্ছে পাঁচটি বিভাগের ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রোববার (৭ জুন) সর্বশেষ আপডেট করা তালিকায় সিলেট বিভাগের চারটি জেলাকে বলা হচ্ছে পুরোপুরি লকডাউন। অথচ এখনও মৌলভীবাজার জেলা পুরোপুরি লকডাউন করা হয়নি। জেলার সাতটি উপজেলায় অবাধে চলছে যানবাহন আর হাটবাজার গুলোতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জানা যায়, আজ রবিবার (৭ জুন) থেকেই কিছু জায়গায় জোনিং ব্যবস্থার মাধ্যমে লকডাউন শুরু হচ্ছে। বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়োলো ও একেবারে কম আক্রান্ত বা সংক্রমণমুক্ত এলাকাকে গ্রীণ জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করা হবে। গ্রীণ জোনে সতর্কতা এবং ইয়েলো জোনে সংক্রমণ যেন আর না বাড়ে সেজন্য পদক্ষেপ নেয়া হবে। আর রেড জোনে করোনার বিশেষ গাইডলাইন অনুযায়ী কঠোর হবে সিভিল ও পুলিশ প্রশাসন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D