মৌলভীবাজার জেলায় দুই দিনে করোনা শনাক্ত ৬৮জন

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

মৌলভীবাজার জেলায় দুই দিনে করোনা শনাক্ত ৬৮জন

স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলায় দুই দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬৮ জন। নতুন শনাক্তদের বেশীরভাগ জেলার সদর উপজেলার।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ জানান, এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন এবং মারা গেছেন ৪ জন।

গতকাল জেলায় শনাক্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৪৫ জন এবং মঙ্গলবার ২৩ জন। আজকের ২৩ জনের মধ্যে কুলাউড়ায় ৩ জন, বড়লেখায় ৪ জন, রাজনগরে ৩ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন ।

এর আগে গতকাল জেলায় আক্রান্ত হন ৪৫ জন। তাদের মধ্যে সদরে ১৬ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, কমলগঞ্জে ৭জন, শ্রীমঙ্গলে ৫ জন এবং বড়লেখায় ৮ জন, জুড়িতে ৩ জন, রয়েছেন।