মৌলভীবাজার জেলা কারাগারে কুলাউড়ার কয়েদির মৃত্যু

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

মৌলভীবাজার জেলা কারাগারে কুলাউড়ার কয়েদির মৃত্যু

মৌলভীবাজার জেলা কারাগারে মিজান মিয়া (৪০) নামে কুলাউড়া উপজেলার এক কয়েদির মৃত্যু হয়েছে।

নিহত মিজান মিয়া কুলাউড়া উপজেলার ইসলামনগর এলাকার মুক্তার মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মৌলভীবাজার জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুজ্জামান দৈনিক অধিকারকে এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

জেলা কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কয়েদি মিজান মিয়া। এ সময় দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কয়েদি মিজান মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুজ্জামান দৈনিক অধিকারকে জানান, মঙ্গলবার সকালে বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজান। পরে কারা পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। মিজান খুনের মামলার আসামি ছিলেন উল্লেখ করে তিনি বলেন, নিহত মিজানের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া প্রতিনিধি