২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
করোনা পরিস্থিতি মোকাবিলায় মৌলভীবাজার জেলা পরিষদ ৫ হাজার ৪০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা ও ৭শ’ কৃষক পরিবারকে কৃষি সহায়তা দেয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে জেলার সাতটি উপজেলায় ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে জেলা পরিষদ সদস্যদের হাতে তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামীলীগের সম্পাদক মিছবাউর রহমান, পৌর মেয়র ফজুল রহমান, সদর উপজেলার আওয়ালীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব এবং জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, লবন ও সাবান। এছাড়া গ্রীস্মকালীন শাক সবজি চাষের জন্য জেলা কৃষি সম্প্রসারন অফিসের সহযোগীতায় ৭শ কৃষক পরিবারকে সাত প্রকার সবজি বীজ দেয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান জানান, করোনা সংকট পরিস্থিতি মোকাবিলায় জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে দরিদ্র ও বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন পরিবারকে এ সব খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী বাড়ীর আঙ্গিনা ও পতিত জমি চাষাবাদের আওতায় আনতে ঢেঁড়শ,লাল শাক,বরবটি,কলমিশাক,ঝিংগা,করলা ও শসার বীজ কৃষক পরিবারের মধ্যে বিতরন করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D