মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৬

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেন মোট ১২১ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সদস্য পদে ৯২ জন, সংরক্ষিত মহিলা পদে ২৩ জন প্রার্থী। ৩/৪ ডিসেম্বর যাচাই বাচাইর ছিল শেষ দিন।

৩ডিসেম্বর যাচাই বাচাইয়ে ৬জন চেয়ারম্যন প্রার্থীর মধ্যে ৫জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈদ হয়। এরা হলেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ আজিজুর রহমান, সাবেক এমপি এম এম শাহীন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এম,এ.রহিম সহিদ (সি আই পি), ইউ.কে যুবলীগের ভাইস প্রেসিডেন্ট মো: সাহাবুদ্দীন সাবলু, ঐক্যবদ্ধ্য নাগরিক ফোরামের চেয়ারম্যান সুহেল আহমদ। বাতিলকৃত ১জন চেয়ারম্যান প্রার্থী হলেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ। হলফ নামায় স্বাক্ষর না থাকার কারনে তার মনোনয়ন পত্র বাতিল হয়,তবে তিনি আপিলে যাবেন বলে জানিয়েছেন। সংরক্ষিত মহিলা পদে ২৩ জন প্রার্থীর মধ্যে ৩জন প্রাথীর মনোনয়ন পত্র বাতিল হয়।

৪ডিসেম্বর সদস্য পদে ৯২ প্রার্থীর মধ্যে ৬জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। যাচাই বাচাইয়ে,চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে বলে জানিয়েছেন, সহকারী রির্টানিং অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ।