২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার সকল থানা, পুলিশ লাইন্স, পুলিশ অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোট ১২১টি আইপি ক্যামেরা সংযোজন করা হয় রোববার (২২ নভেম্বর) সকালে।
আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) করোনা পরিস্থিতিতে অনলাইনে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, মৌলভীবাজার জেলা পুলিশকে আরো গতিশীল ও দূর্নীতিমুক্ত রাখতে ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল এবং দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু নাসের মোহাম্মদ রিকাবদার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) বদিউজ্জামান।
পুলিশ সুপার বলেন, যার মাধ্যমে স্বচ্ছ, দূর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক পুলিশিং নিশ্চিত করার মাধ্যমে সেবার মান আরও উন্নত ও গতিশীল হবে । আইনশৃংখলা রক্ষায়ও আইপি ক্যামেরাগুলো বিশেষ ভূমিকা রাখবে।
তিনি আরোও বলেন, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধসহ মৌলভীবাজার জেলার সামগ্রিক আইনশৃংখলা রক্ষায় জেলা পুলিশকে প্রতিনিয়ত বিভিন্নভাবে সহায়তা করে আসছেন সাংবাদিকরা এ জন্যে তিনি সকলকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে সহযোগিতা নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D