মৌলভীবাজার জেলা পুলিশের ‘মানবতার আধার’ অসহায়দের দিচ্ছে খাদ্য সামগ্রী

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২০

মৌলভীবাজার জেলা পুলিশের ‘মানবতার আধার’ অসহায়দের দিচ্ছে খাদ্য সামগ্রী

স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা পুলিশ কোরোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের দূর্বিষহ দিনে কর্মহীন অসহায় অভাবী মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য মানবিক পুলিশিং কার্যক্রম ‘মানবতার আধার’ নামে একটি কর্মসূচি চালু করেছে।

বৃহস্পতিবার(১৪ মে) দুপুরে মৌলভীবাজার মডেল থানা প্রাঙ্গনে উপস্থিত অভাবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার)।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হেসেন, ওসি তদন্ত পরিমল দেব সহ পুলিশ উর্ধ্বতন কর্মকর্তাগন।

পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আজ থেকে জেলার ৭টি থানায় ‘মানবতার আধার’ কার্যক্রম চালু হয়েছে। এ কর্মসূচিতে সমাজের যে কোন আগ্রহী বিত্তবান ব্যক্তি বা গোষ্ঠী খাদ্য সামগ্রী বা যে কোন প্রকার সহায়তা দিয়ে অংশ নিতে পারবেন।